হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল,৫টি বেহুন্দি ও ২০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে জব্দ করা জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ-পুলিশের একটি টিম। এ সময় উপজেলার নলচিরা ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় ওই সব জাল পাওয়া যায়। নৌ-পুলিশের টহল দেওয়া ট্রলারটি দেখে জেলেরা পালিয়ে যায়। পরে নদী থেকে জাল তীরে এনে পরিমাপ করে দেখা যায় সেখানে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল ছিল। এ সময় ৫টি বেহুন্দি জালও নদীতে পাতানো অবস্থায় পাওয়া যায়। 

পরে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, ইউপি সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা জাটকা স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। 

স্থানীয় জেলেরা জানান, জব্দ করা ওই সব জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। 

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, জাটকা শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের অভিযান চলমান রয়েছে। আমাদের দুইটি টিম প্রতিদিন সকালে ও বিকেলে ভিন্ন ভিন্নভাবে টহল দেয়। 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত