হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল,৫টি বেহুন্দি ও ২০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে জব্দ করা জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ-পুলিশের একটি টিম। এ সময় উপজেলার নলচিরা ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় ওই সব জাল পাওয়া যায়। নৌ-পুলিশের টহল দেওয়া ট্রলারটি দেখে জেলেরা পালিয়ে যায়। পরে নদী থেকে জাল তীরে এনে পরিমাপ করে দেখা যায় সেখানে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল ছিল। এ সময় ৫টি বেহুন্দি জালও নদীতে পাতানো অবস্থায় পাওয়া যায়। 

পরে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, ইউপি সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা জাটকা স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। 

স্থানীয় জেলেরা জানান, জব্দ করা ওই সব জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। 

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, জাটকা শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের অভিযান চলমান রয়েছে। আমাদের দুইটি টিম প্রতিদিন সকালে ও বিকেলে ভিন্ন ভিন্নভাবে টহল দেয়। 

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি