হোম > সারা দেশ > চট্টগ্রাম

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া এলাকায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে। আজ শনিবার আসরের নামাজের পর জানাজা শেষে নিহত ব্যবসায়ীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম শহর জুমার নামাজ আদায়ের জন্য গ্রামের বাড়িতে আসার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বরপাড়ায় দুর্বৃত্তের গুলিতে জাহাঙ্গীর আলম নিহত হন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় ব্যবসায়িক কাজ শেষে দেশে ফেরেন জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন।

জাহাঙ্গীর আলমের স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, আজ বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটে নোয়াপাড়া ইউনিয়নে সর্বসাধারণের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫