হোম > সারা দেশ > চট্টগ্রাম

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া এলাকায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে। আজ শনিবার আসরের নামাজের পর জানাজা শেষে নিহত ব্যবসায়ীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম শহর জুমার নামাজ আদায়ের জন্য গ্রামের বাড়িতে আসার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বরপাড়ায় দুর্বৃত্তের গুলিতে জাহাঙ্গীর আলম নিহত হন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় ব্যবসায়িক কাজ শেষে দেশে ফেরেন জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন।

জাহাঙ্গীর আলমের স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, আজ বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটে নোয়াপাড়া ইউনিয়নে সর্বসাধারণের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা