নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা করছে প্রশাসন। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে আজ শনিবার দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
রাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর। তিনি জানান, দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রংমালা বাজার এলাকায় আইন শৃঙ্খলাপরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বাজারের চারদিকের পাঁচ বর্গকিলোমিটার এলাকায় এই নির্দেশনা কার্যকর থাকবে। ১৪৪ ধারা জারিকৃত এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে আগামীকাল রোববার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সভা ডেকেছেন কাদের মির্জা। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে ‘অপমান’ করার প্রতিবাদে একই সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেন মাহবুব রশিদ মঞ্জু।
পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘিরে আজ দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এদিকে আজ বিকেল সাড়ে ৩টার দিকে রংমালা বাজারে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করে কাদের মির্জার অনুসারীরা। পরে বিকেল ৫টার দিকে একই বাজারে প্রতিবাদ সভাকে স্বাগত জানিয়ে মিছিল করে মাহবুব রশিদ মঞ্জুর অনুসারীরা। এতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।