হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করেন শিশুটির স্বজন ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ জিহাদ (১০) নামের এক শিশুর লাশের ময়নাতদন্ত করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিশুটির মা ছেনোয়ারা বেগম বলেন, ‘ময়নাতদন্ত না করার জন্য আদালতের ম্যাজিস্ট্রেট থেকে আদেশ এনেছিলাম। কিন্তু থানার ওসি কৌশলে লাশ বাড়ি থেকে নিয়ে যান এবং ময়নাতদন্ত করে আমাদের কাছে ফেরত দেন।’

জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি আজকের পত্রিকাকে বলেন, শিশুটির মুখে রক্তের দাগ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এরপর স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ পরিবারটিকে আর্থিক সহযোগিতা করার জন্য আমাকে অনুরোধ করেন। তাৎক্ষণিক পরিবারটিকে সহযোগিতাও করা হয়। তিনি আরও বলেন, কিছুদিন আগে ওই এলাকার মন্নান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সে জামিনে বের হয়ে শিশুটির স্বজনদের নিয়ে এ মানববন্ধনের নেতৃত্ব দেন। মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিলেন। এটি তাঁদের পরিকল্পিত।

এর আগে শনিবার (২৭ জুলাই) বিকেলে জিহাদ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে তাদের বাড়ির পুকুরে মৃত অবস্থায় ভেসে উঠলে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জিহাদ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ের ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম মেম্বারের বাড়ির মৃত আব্দুল নবীর ছেলে। তার মৃগীরোগ ছিল বলে স্বজনেরা জানিয়েছেন।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা