হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ইউপিডিএফ কর্মী হত্যা: খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি ও মানিকছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফের ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার মানিকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়িতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। 

অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধে পিকেটাররা ভোর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সামান্য ভাঙচুর করে পিকেটাররা।

অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রামে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। উপজেলাগুলোতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করেনি।

তবে অবরোধ চলাকালে ভোর ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন পিকেটাররা। খবর পেয়ে পুলিশ গিয়ে টায়ারের আগুন নিভিয়ে ফেলে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচলে স্বাভাবিক করে। পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে নজর রাখা হয়।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিবৃতিতে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলার সব যানবাহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। 

উল্লেখ্য, গত রোববার মানিকছড়ির যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়ায় গণপিটুনিতে মারা যান ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষা।

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে