হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

চৌদ্দগ্রামে লরির ধাক্কায় মো. ফরহাদ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই অসীম। 

ফরহাদ উপজেলা চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণ পাড়ার জামাল উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শী জানান, ফরহাদ মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নানকরা এলাকায় রাস্তার মাথায় গতি কমিয়ে চালানোর সময় বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা যমুনা পরিবহনের বাস চলতে শুরু করলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। ধাক্কায় ফরদ হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। তাৎক্ষণিক দ্রুতগামী লরি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

ফরহাদ হোসেনের মামা জয়নাল আবদিন বলেন, ‘ফরহাদকে গত ১৫ দিন আগে মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। এর মধ্যে সে দুর্ঘটনা কবলিত হয়ে আহত হওয়ার পরে মোটরসাইকেলটি লুকিয়ে রাখা হয়। আজ সকালে তাঁর মায়ের সঙ্গে কথা-কাটাকাটি শেষে লুকিয়ে রাখা মোটরসাইকেলটি বের করে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায় মারা যায়।’ 

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, নিহত ফরহাদের মরদেহ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। অভিযান চালিয়ে ফরহাদকে চাপা দেওয়া লরিটি জব্দ করা হয়েছে। লরির চালক এবং হেলপার পালিয়ে গেছে।’ 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের