হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অবরোধে বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটে বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে থেমে থাকা সুচনা পরিবহনের একটি লোকাল বাসে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। বাসের ভেতরে কয়েকটি সিট পুড়ে গেছে। 

তবে ভোর থেকে দূরপাল্লার কোনো যান চলাচল না করলেও বিভিন্ন সড়কে স্বাভাবিক রয়েছে ছোট যানবাহন চলাচল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

এদিকে ভোর থেকে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ীর কয়েকটি স্থানে অবরোধের সমর্থনে বিচ্ছিন্নভাবে মিছিল করে অবরোধ সমর্থকেরা। সড়কের গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করার চেষ্টা করে তাঁরা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা ভেস্তে যায়। জেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‍্যাব। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা বাসে আগুন দিয়েছে তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের