নোয়াখালী জেলার হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকায় মেঘনা নদী থেকে অভিযান করে এসব জাল জব্দ করা হয়।
হাতিয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পারি কয়েকজন জেলে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ ধরছে। এমন সংবাদে উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করা হয়। এ সময় নৌ-পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জেলেরা পালিয়ে যান।
পরে জব্দ করা কারেন্ট জালগুলো নলচিরা ঘাটে এনে গণ্যমান্য ব্যক্তি, ঘাটের লোকজন ও স্থানীয় জেলেদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে নৌ-পুলিশের নলচিরা স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী বলেন, মাঝে মাঝে কিছু অসাধু জেলে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ শিকারের চেষ্টা করে। আমরা সকাল-বিকেল দুই সময়ে ভাগ করে নদীতে অভিযান পরিচালনা করে থাকি। কারেন্ট জালের বিষয়ে আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।