চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ফেল থেকে পাস করেছেন ২৭ জন শিক্ষার্থী । পাশাপাশি নতুন করে জিপিএ–৫ পেয়েছেন আরও ছয়জন। আজ রোববার প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলে এই শিক্ষার্থীদের ফল পরিবর্তন হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফেল থেকে ২৭ জন পাস করলেও কেউ ফেল থেকে জিপিএ–৫ পায়নি।
প্রকাশিত ফলে দেখা যায়, এবার ৫ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ১৪১টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। এ ছাড়া নম্বর পরিবর্তন হয়েছে ১৩৯ জন শিক্ষার্থীর। সব মিলিয়ে ৫৯ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।
১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮৯.৩৯ শতাংশ। লাখো শিক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৮৯ হাজার ৬২ জন। এখন তাঁদের সঙ্গে যুক্ত হলেন নতুন করে পাস করা আরও ২৭ শিক্ষার্থী। তখন মোট জিপিএ-৫ পেয়েছিলেন ১৩ হাজার ৭২০ জন। এখন সেই সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩ হাজার ৭২৬ জনে।