হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হোটেলে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গায় অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগ এনে ‘নিরিবিলি’ নামে একটি আবাসিক হোটেল বন্ধের দাবি জানিয়েছেন ওই এলাকার নারীরা। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জনবহুল এই এলাকায় জিইএম প্ল্যান্ট জামে মসজিদের সামনে নিরিবিলি নামে একটি আবাসিক হোটেল রয়েছে। যার মালিক ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালীর মোহাম্মদ দুলাল। তিনি দীর্ঘদিন এই আবাসিক হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের ব্যবসায় লিপ্ত। স্থানীয় ছাড়াও বাইরে থেকে আসা যুবক শ্রেণি এই হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। 

এর আগে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি বন্ধের দাবিতে গত ২৬ মে এলাকাটিতে হাজারো নারী-পুরুষ মানববন্ধন করেছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন, গত ১৯ মে পবিত্র জুমার দিন এলাকাবাসী একত্রিত//// হয়ে হোটেল কর্তৃপক্ষকে অসামাজিক কার্যক্রম বন্ধ করার অনুরোধ করতে গেলে হোটেল কর্তৃপক্ষ এবং কাউন্সিলর বারেকের গুন্ডা বাহিনীর হামলার শিকার হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। অত্যন্ত পরিতাপের বিষয় এ ঘটনায় প্রশাসন হোটেলটি বন্ধ না করে উল্টো এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা করে কয়েকজনকে গ্রেপ্তার করে। 

সংবাদ সম্মেলনে এ বিষয়ে জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও র‍্যাবের হস্তক্ষেপ কামনা করা হয়। 

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন রত্না আকতার, মোছাম্মত রিফাত, নাসরিন আকতার, পান্না বেগম, নূরজাহান বেগম, নুর আহমদ, জাফর আহমদ, মো. ইকবাল, সাদেকুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১