হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি ও সমমান দলগুলোর অবরোধের সমর্থনে নোয়াখালীর সদর, সেনবাগ ও বেগমগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার ভোরে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল ও পিকেটিং করেন বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন, শিবিরের জেলা কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মিজান, জামায়াতের সাবেক উপজেলা আমির নুরুল আমিন, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর নবী স্বপন, বিএনপি কর্মী রোকন উদ্দিন বাবলু, বেগমগঞ্জের আমানুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন, যুবদলের আহ্বায়ক মো. শাহাজাহান, নরোত্তমপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলা উদ্দিন, বিএনপির অনলাইন মিডিয়া অ্যাকটিভিটিস মঞ্জুর আলী ও ছয়ানী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমাম উদ্দিন ইমন। 

তবে বৃহস্পতিবার সকাল থেকে জেলার প্রতিটি আঞ্চলিক সড়কে অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। চলাচল করছে ঢাকা-চট্টগ্রামের দূরপাল্লার গাড়ি। অবরোধকে ঘিরে সব ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র‍্যাবের একাধিক দল টহলে রয়েছে। 

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, জেলা সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে।

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান