হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রমিক লীগের নেতাকে কুপিয়ে জখম করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আজিম উদ্দিন (৪২) জোরারগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়নের ইমামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে। 

আজিম উদ্দিনের ভাই নাঈম উদ্দিন জানান, তাঁর ভাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় মুরগির খামার আছে। রাতে খামারে ছিলেন। খামারের সামনে রাখা মোটরসাইকেল চুরির সময় বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘আমার ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিনকে তাঁর খামারে ঢুকে উপর্যুপরি কুপিয়েছে সন্ত্রাসীরা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, তার ওপর হামলাকারীদের খুঁজে বের করে যেন শাস্তির আওতায় আনা হয়।’ 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, কুপিয়ে জখম করার ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের আনোয়ারা: ২ কিমি খাল খননে কাটা হচ্ছে ২ হাজার গাছ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের