হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রথমবার মোংলা বন্দর জেটিতে ভিড়ল ৮ মিটার গভীরতার জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মোংলা বন্দরের সক্ষমতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়। বন্দর জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার বিদেশি জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ইয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে পণ্য নিতে ১৭৯টি খালি কন্টেইনার এসেছে। 

এদিকে এর আগে এত ড্রাফটের (গভীরতা) কোনো জাহাজ জেটিতে নোঙর করেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ গতকাল রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করেন। 

এমভি মার্কস ইয়ামেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ব্যবস্থাপক এম এন আলম বলেন, ‘জেটিতে প্রতিনিয়ত খনন করার ফলে মোংলা বন্দর কর্তৃপক্ষ এত বড় সাফল্য অর্জন করল। জেটিতে খননের ফলে তারা আট মিটার গভীরতার জাহাজ ভেড়াতে পেরেছেন। 

এম এন আলম আরও বলেন, ১৭৯টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি সোমবার নোঙর করে। তবে এই জাহাজেই প্রায় ৩০০ কন্টেইনার ভর্তি এক্সপোর্ট গুডস পণ্য রপ্তানি হবে। আজ মঙ্গলবার জাহাজটি এই পণ্য নিয়ে বন্দর ত্যাগ করবে। 

এ ছাড়া জেটিতে খননের ফলে এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ অনায়াসেই এখানে নোঙর করবে। এর আগে গভীরতা না থাকায় সাত থেকে সাড়ে সাত মিটারের জাহাজে করে কন্টেইনার বা অন্যান্য পণ্য আমদানি করা হতো বলে জানান মোংলা বন্দর ব্যবহারকারী এম এন আলম। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, মোংলা বন্দর জেটিতে আট মিটার গভীরতার জাহাজ ভিড়েছে। এ ক্ষেত্রে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেল। দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব খননের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না। 

শাহীন মজিদ আরও বলেন, ভবিষ্যতে সাড়ে আট থেকে নয় মিটার গভীরতার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ছাড়া বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে। যা এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’