হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিরোধের জেরে শিশু মাশফিকে হত্যা করা হয়: পিবিআই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে মাদ্রাসাছাত্র ইফতেখার মালেকুল মাশফি হত্যার সাড়ে তিন মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার সকালে হত্যাকাণ্ডে জড়িত মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রের স্বীকারোক্তিতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল জব্দ করেছে পিবিআই। 

পিবিআই কর্মকর্তা নাজমুল আহসান বলেন, ‘মাশফি হত্যাকাণ্ডের দায়িত্ব অর্পণের পর তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, কম্বলসহ বিভিন্ন আলামত মাদ্রাসা থেকে জব্দ করা হয়। ভিকটিমের সঙ্গে ঘটনায় জড়িত দুজনের খাবার পরিবেশন, খাবার গ্রহণ ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ ছিল। এসব কারণেই মাশফিকে হত্যা করা হয়।’ 

মাশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ দাবি করেছেন, তার ভাইকে বলাৎকার করার পর হত্যা করা হয়। এ মাদ্রাসায় ছাত্রদের বলাৎকারের ঘটনা এটি নতুন নয়। 

জানা গেছে, শিশু ইফতেখার মালিকুল মাশফি উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বক্সি মিয়া সওদাগর বাড়ির প্রবাসী আবদুল মালেকের ছেলে। 

উল্লেখ্য, গত ৫ মার্চ চরণদ্বীপ আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ইফতেখার মালেকুল মাশফি (৭) হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মাশফির মামা মাসুদ খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। পুলিশ এ ঘটনায় ওই মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করে। এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। থানা-পুলিশ এ হত্যাকাণ্ডের কূলকিনারা করতে না পারায় আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে