হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিরোধের জেরে শিশু মাশফিকে হত্যা করা হয়: পিবিআই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে মাদ্রাসাছাত্র ইফতেখার মালেকুল মাশফি হত্যার সাড়ে তিন মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার সকালে হত্যাকাণ্ডে জড়িত মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রের স্বীকারোক্তিতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল জব্দ করেছে পিবিআই। 

পিবিআই কর্মকর্তা নাজমুল আহসান বলেন, ‘মাশফি হত্যাকাণ্ডের দায়িত্ব অর্পণের পর তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, কম্বলসহ বিভিন্ন আলামত মাদ্রাসা থেকে জব্দ করা হয়। ভিকটিমের সঙ্গে ঘটনায় জড়িত দুজনের খাবার পরিবেশন, খাবার গ্রহণ ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ ছিল। এসব কারণেই মাশফিকে হত্যা করা হয়।’ 

মাশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ দাবি করেছেন, তার ভাইকে বলাৎকার করার পর হত্যা করা হয়। এ মাদ্রাসায় ছাত্রদের বলাৎকারের ঘটনা এটি নতুন নয়। 

জানা গেছে, শিশু ইফতেখার মালিকুল মাশফি উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বক্সি মিয়া সওদাগর বাড়ির প্রবাসী আবদুল মালেকের ছেলে। 

উল্লেখ্য, গত ৫ মার্চ চরণদ্বীপ আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ইফতেখার মালেকুল মাশফি (৭) হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মাশফির মামা মাসুদ খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। পুলিশ এ ঘটনায় ওই মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করে। এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। থানা-পুলিশ এ হত্যাকাণ্ডের কূলকিনারা করতে না পারায় আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। 

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা