হোম > সারা দেশ > চট্টগ্রাম

দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে ডিপোর পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১১ সদস্যের এই দল কনটেইনার ডিপোর পার্শ্ববর্তী মোল্লাপাড়া ও কেশবপুর (লালবেগ) এলাকা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসক দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের স্বাস্থ্যের দিক পর্যবেক্ষণে রেখে পরে দলটি একটা গাইডলাইন তৈরি করতে কাজ শুরু করেছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক কনটেইনার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে কি না, ঘটনার পর দীর্ঘ মেয়াদে কোনো রোগে ভুগছে কি না, তা দেখতে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে একাধিক স্থানীয় বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ধরনের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ খুঁজে পাননি। তবে তাঁদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অধিকাংশ বাসিন্দাই ভুগছেন মানসিক দুশ্চিন্তায়। আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন তাঁরা। 

এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মানসিক দুশ্চিন্তা থেকে উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করবেন। এতে ক্ষতিগ্রস্ত এলাকার যেসব বাসিন্দা মানসিক উদ্বিগ্নতায় ভুগছেন, তাঁদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—হাসপাতালের আরএমও ডা. মিলজার হোসেন, ডা. আরাফাত, ডা. জান্নাতুল কাওনাইন, ডা. রাজিব বড়ুয়া, ডা. ফারহান, ডা. দীপ্ত চৌধুরী, উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিবেকানন্দ চক্রবর্তী, রাখাল চন্দ্র নাথ, ঈশিতা, এম এল এস এস মো. শিপন, সালাউদ্দিন প্রমুখ। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে