হোম > সারা দেশ > কক্সবাজার

ঘূর্ণিঝড় রিমাল: কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, বিমান ওঠানামা বন্ধ

কক্সবাজার প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রোববার সকাল থেকে সমুদ্রসৈকতে না নামতে সতর্কতা জারি করে মাইকিং করা হচ্ছে। ফলে পর্যটন নগরীতে বেড়াতে আসা পর্যটকেরা কক্সবাজার ছাড়তে শুরু করেছেন। তবে কেউ কেউ আবার ঝড় দেখতে কক্সবাজারে আসছেন বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। 

সকালে কক্সবাজার শহরের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত তিন কিলোমিটার সৈকতে জেলা প্রশাসন পর্যটকদের গোসলে না নামতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। পর্যটকদের সাগরে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা। তারপরও পর্যটকদের মানানো যাচ্ছে না। অনেক পর্যটক অনুরোধ না মেনে বালিয়াড়িতে ভিড় করতে দেখা গেছে।

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে ২০ হাজারের বেশি পর্যটক কক্সবাজার বেড়াতে এসেছেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর শনিবার রাত থেকে পর্যটকেরা কক্সবাজার ছাড়ছেন। আবার অনেকেই ঝড় দেখতে আসছেন।’ 

পাঁচ তারকা মানের হোটেল কক্স টুডের ব্যবস্থাপক (রিজার্ভেশন) আবু তালেব শাহ বলেন, ‘হোটেলের ২২টি কক্ষে পর্যটক রয়েছে। গতকাল শনিবার ও আজ সকালে বেশ কিছু পর্যটক কক্সবাজার ছেড়েছেন।’ 

কক্সবাজার এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আজ রাতে কক্সবাজার ছাড়তে অনেকেই টিকিট করেছেন।’ 
 
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পর্যটকেরা যাতে উত্তাল সাগরে নামতে না পারে তার জন্য সতর্ক করা হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও লাইফগার্ড কর্মীরা কাজ করছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ কারণে অনেকেই কক্সবাজার ছাড়তে পারছেন না। এ বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে না ওঠা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি