চট্টগ্রামের হাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল ফাঁদে (খাঁচায়) আটকা পড়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি খামারে বসানো ফাঁদে মেছো বিড়ালটি আটকা পড়ে। এর আগে শনিবার রাতেও মেছো বিড়ালটি ফাঁদ দিয়ে আটকানোর চেষ্টা হয়েছিল।
খামার মালিক আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার) সকালে খামারে গিয়ে দেখি খাঁচায় একটি মেছো বড়াল আটকা পড়েছে। এর আগে শনিবার রাতেও একটি মেছো বিড়াল আটকা পড়েছিল। পরে রাত ১টার দিকে রেসকিউ করতে আসা সদস্যদের অসাবধানতা কারণে নেট ছিঁড়ে পাশের একটি জঙ্গলে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই খামারি সঙ্গে যোগাযোগ করে মেছো বিড়ালটি রেসকিউ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মুরগি খামারে আটক হওয়া মেছো বিড়ালটি বন বিভাগের রেসকিউ টিমকে সংবাদ দেওয়া হয়েছে উদ্ধার করার জন্য।’