হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা, ১৪৪ ধারা জারি

ফেনী প্রতিনিধি

ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা আহ্বান করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধার বলবৎ থাকবে। 
 
ফেনীর ওয়াপদা মাঠে আজ বুধবার দুপুরে দুই পক্ষের সমাবেশ হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির আয়োজনে বেলা দুইটায় সমাবেশ আহ্বান করা হয়। অপর দিকে জেলা যুবলীগ দুপুর ১২টায় একই স্থানে কর্মিসভা আহ্বান করেছে। 

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পূর্বের ঘোষণা অনুযায়ী শহরের ওয়াপদা মাঠে মহাসমাবেশ আহ্বান করা হয়। এর আগে জেলা প্রশাসনের নিকট সভার অনুমতির জন্য আবেদন করা হয়। পরে মঙ্গলবার সমাবেশ করার কথা থাকলেও কারণবশত সেটি বুধবার দুপুর ২টায় করার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক সমাবেশ সফল করতে পুরো প্রস্তুতি নিয়েছে দলটির নেতা–কর্মীরা। তাই ১৪৪ ধারা জারি হলেও যেকোনো মূল্যে সভা হবে বলে ঘোষণা দেন তিনি। তার দাবি, সমাবেশ ভন্ডুল করতেই পাল্টা কর্মসূচি দিয়েছে যুবলীগ। 

এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল আউয়াল মিন্টুসহ অন্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। 
 
এদিকে ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, তারা দুপুর ১২টায় শহরের ওয়াপদা মাঠে কর্মিসভা আহ্বান করেছে। সভা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদনও করেছেন। 

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, বিএনপিকে মঙ্গলবার ওয়াপদা মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়ার হয়েছিল। কিন্তু বিশেষ কারণে সভা স্থগিত করা হয়। বুধবার আবারও আবেদন করলেও পুলিশ প্রশাসনের মতামত পাওয়া যায়নি। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো সদর পৌর শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে জনসমাগম বা মিছিল, মিটিং করতে পারবে না কেউ।

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে