হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক 

কক্সবাজার প্রতিনিধি

তিন দিন পনিতে ডুবে থাকা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল বুধবার সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছিল। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে। ফলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বর্ষণ, জোয়ার ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সোমবার থেকে কক্সবাজার প্লাবিত হয়। তবে চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল এখনো ডুবে রয়েছে। অবশ্যই পানি কমতে শুরু করেছে। 

বাস ও পরিবহন সংগঠন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে তিন দিন যান চলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার থেকে চকরিয়া-পেকুয়া-আনোয়ারা সড়ক দিয়ে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। 

এনা ট্রান্সপোর্টের কক্সবাজারের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে এসি, নন-এসিসহ সব ধরনের দূরপাল্লার বাস ও মিনিবাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে চলাচল শুরু হয়েছে। 

কক্সবাজারে ২০টি পরিবহনের প্রায় ৬০০ বাস চলাচল করে বলে জানিয়েছেন কক্সবাজার বাস মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম। তিনি বলেন, বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে পানি নেমে যায়। এতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, পানি নামতে শুরু করলেও এখনো উপকূলীয় এলাকার কয়েকটি ইউনিয়ন তলিয়ে রয়েছে। এতে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক ডুবে রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোয় পুরোদমে যান চলাচল শুরু হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫