হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক 

কক্সবাজার প্রতিনিধি

তিন দিন পনিতে ডুবে থাকা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল বুধবার সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছিল। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে। ফলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বর্ষণ, জোয়ার ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সোমবার থেকে কক্সবাজার প্লাবিত হয়। তবে চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল এখনো ডুবে রয়েছে। অবশ্যই পানি কমতে শুরু করেছে। 

বাস ও পরিবহন সংগঠন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে তিন দিন যান চলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার থেকে চকরিয়া-পেকুয়া-আনোয়ারা সড়ক দিয়ে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। 

এনা ট্রান্সপোর্টের কক্সবাজারের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে এসি, নন-এসিসহ সব ধরনের দূরপাল্লার বাস ও মিনিবাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে চলাচল শুরু হয়েছে। 

কক্সবাজারে ২০টি পরিবহনের প্রায় ৬০০ বাস চলাচল করে বলে জানিয়েছেন কক্সবাজার বাস মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম। তিনি বলেন, বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে পানি নেমে যায়। এতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, পানি নামতে শুরু করলেও এখনো উপকূলীয় এলাকার কয়েকটি ইউনিয়ন তলিয়ে রয়েছে। এতে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক ডুবে রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোয় পুরোদমে যান চলাচল শুরু হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’