হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

অভিযুক্তরা হলেন—মো. আরিফ হোসেন ওরফে লোকমান (২৭), হৃদয় (২০), মো. শুকুর (২১), মো. আরিফ (১৯) ও মীর হোসেন (১৯)। 

স্থানীয় এক সূত্রে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় এক প্রভাবশালীর অনুসারী। এলাকাটিতে স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দেওয়া ছাড়া কোনো ভবন নির্মাণ করা যায় না। এ ছাড়া এলাকায় যাওয়া বিভিন্ন নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলো থেকেও নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। 

এ ব্যাপারে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গত ১৮ অক্টোবর একটি নির্মাণাধীন বাড়ির কাজ শুরু হওয়ায় সেখানে গিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করেন। এ সময় কনস্ট্রাকশন কাজে নিয়োজিতদের তিন দিনের মধ্যে চাঁদা দিতে বলা হয়। কিন্তু সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় সেখানে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করা হয়। চাঁদা দিলে কাজ শুরু করা যাবে বলে জানিয়ে দেন তাঁরা। 

সহকারী পরিচালক আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৫০০ টাকা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। 

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি