হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

অভিযুক্তরা হলেন—মো. আরিফ হোসেন ওরফে লোকমান (২৭), হৃদয় (২০), মো. শুকুর (২১), মো. আরিফ (১৯) ও মীর হোসেন (১৯)। 

স্থানীয় এক সূত্রে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় এক প্রভাবশালীর অনুসারী। এলাকাটিতে স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দেওয়া ছাড়া কোনো ভবন নির্মাণ করা যায় না। এ ছাড়া এলাকায় যাওয়া বিভিন্ন নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলো থেকেও নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। 

এ ব্যাপারে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গত ১৮ অক্টোবর একটি নির্মাণাধীন বাড়ির কাজ শুরু হওয়ায় সেখানে গিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করেন। এ সময় কনস্ট্রাকশন কাজে নিয়োজিতদের তিন দিনের মধ্যে চাঁদা দিতে বলা হয়। কিন্তু সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় সেখানে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করা হয়। চাঁদা দিলে কাজ শুরু করা যাবে বলে জানিয়ে দেন তাঁরা। 

সহকারী পরিচালক আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৫০০ টাকা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১