চট্টগ্রামের একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাতে খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন—মো. আরিফ হোসেন ওরফে লোকমান (২৭), হৃদয় (২০), মো. শুকুর (২১), মো. আরিফ (১৯) ও মীর হোসেন (১৯)।
স্থানীয় এক সূত্রে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় এক প্রভাবশালীর অনুসারী। এলাকাটিতে স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দেওয়া ছাড়া কোনো ভবন নির্মাণ করা যায় না। এ ছাড়া এলাকায় যাওয়া বিভিন্ন নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলো থেকেও নিয়মিত চাঁদা দিতে হচ্ছে।
সহকারী পরিচালক আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৫০০ টাকা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।