হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

অভিযুক্তরা হলেন—মো. আরিফ হোসেন ওরফে লোকমান (২৭), হৃদয় (২০), মো. শুকুর (২১), মো. আরিফ (১৯) ও মীর হোসেন (১৯)। 

স্থানীয় এক সূত্রে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় এক প্রভাবশালীর অনুসারী। এলাকাটিতে স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দেওয়া ছাড়া কোনো ভবন নির্মাণ করা যায় না। এ ছাড়া এলাকায় যাওয়া বিভিন্ন নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলো থেকেও নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। 

এ ব্যাপারে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গত ১৮ অক্টোবর একটি নির্মাণাধীন বাড়ির কাজ শুরু হওয়ায় সেখানে গিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করেন। এ সময় কনস্ট্রাকশন কাজে নিয়োজিতদের তিন দিনের মধ্যে চাঁদা দিতে বলা হয়। কিন্তু সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় সেখানে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করা হয়। চাঁদা দিলে কাজ শুরু করা যাবে বলে জানিয়ে দেন তাঁরা। 

সহকারী পরিচালক আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৫০০ টাকা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। 

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি