হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় হামলার অভিযোগ, আহত ১৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের অন্তত ১৪ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন, ফরহাদ, আজাদ চৌধুরী, জাকির হোসেন, বাবু, হাসান, শরীফ, আকাশ, মাসুদ রানা, ইমরান, ভুট্টো মাতবর, শাহেদ, ইমন ও সুজন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মিসভা চলাকালে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৪ নেতা-কর্মীকে আহত করেছে। হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না। আমরাও পাল্টা প্রতিরোধ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ বিষয়ে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করছিল। এ ছাড়া গাড়ি ভাঙচুর করার চেষ্টা করায় ছাত্রলীগ বাধা দিয়েছে। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই জের ধরে মূলত হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় দু-একজন আহত হয়েছেন বলে শুনেছি। কেউ যদি থানায় এসে অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেব।’ 

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার