হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাল সনদে স্কুলের সভাপতি হওয়া সেই আসামিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির অব্যাহতি পাওয়া সভাপতি মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বিদ্যালয়ে সভাপতি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সভাপতি হওয়ার ক্ষেত্রে জাল সনদ ব্যবহার করার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আদেশের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীর সনদটি জাল প্রমাণিত হয়েছে ৷ এ কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

তথ্যমতে, গত ২৪ মার্চ মোহাম্মদ আলীকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে তিনি যেসব সনদ জমা দিয়েছেন, তার মধ্যে অনার্সের সনদটি জাল বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে মাদক মামলায় তাঁর জেল খাটার বিষয়টিও জানাজানি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

৪ আগস্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে সদস্য করা হয়েছে শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ মোরশেদ আলম এবং উপবিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফিকে।

কমিটির সদস্যরা বুধবার (৬ আগস্ট) সাউদার্ন ইউনিভার্সিটিতে গিয়ে সনদটির বিষয়ে তদন্ত করেন। সেখানকার কতৃপক্ষ সনদটি জাল বলে শনাক্ত করে। এরপর বিকেলে শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন পাওয়ার পরপরই মোহাম্মদ আলীকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জাল সনদে স্কুলের অ্যাডহক কমিটির সেই সভাপতির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান