নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী শেখ সালমান রাহাতকে (২২) কোম্পানীগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কেজি স্কুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শেখ সালমান রাহাত বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।
শেখ সালমান রাহাত কোম্পানীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি তদন্তাধীন মামলার এজাহারভুক্ত আসামি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।