হোম > সারা দেশ > কুমিল্লা

ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিলেন এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় (কুমিল্লা-৬) সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য বাহার। এমপি বাহার ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন। 

এর আগে এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন। 

ভোটাধিকার প্রয়োগ শেষে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’ 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’ 

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হব।’ 

ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে রিফাত বলেন, ‘নির্বাচন কমিশনের কেউ থাকলে তাঁদের জিজ্ঞেস করুন।’ 

অন্যদিকে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

আজ বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর বৃষ্টি থেমে গেলে আবারও নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড