হোম > সারা দেশ > কুমিল্লা

ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিলেন এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় (কুমিল্লা-৬) সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য বাহার। এমপি বাহার ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন। 

এর আগে এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন। 

ভোটাধিকার প্রয়োগ শেষে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’ 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’ 

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হব।’ 

ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে রিফাত বলেন, ‘নির্বাচন কমিশনের কেউ থাকলে তাঁদের জিজ্ঞেস করুন।’ 

অন্যদিকে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

আজ বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর বৃষ্টি থেমে গেলে আবারও নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার