হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে রেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক আক্রান্ত আর মৃত্যুর হারে রেকর্ড ভাঙছে। শুক্রবার করোনা শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের আছেন ১ হাজার ৮৫ জন। আর উপজেলায় ৩৮১। এর আগের দিন ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 
 
শুক্রবার সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে নয়জন করোনা রোগীর। এর আগে বুধবার ১৭ জন ও বৃহস্পতিবার ১৮ জন মারা যান। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৫৮ জনে। শুক্রবার মারা যাওয়া নয়জনের পাঁচজন নগরীর, বাকি চারজন বিভিন্ন উপজেলার। 
 
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১ হাজার ৪৬৬ জনের করোনার শনাক্ত হয়েছে। 
 
শুক্রবার আক্রান্তদের মধ্যে রাউজান উপজেলা ৫২ জন, বোয়ালখালী উপজেলায় ৪৮ জন, হাটহাজারী উপজেলায় ৪৫ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, সাতকানিয়া উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩৩ জন, চন্দনাইশ উপজেলায় ২৬ জন, সীতাকুণ্ড উপজেলায় ২৬ জন, মীরসরাই উপজেলায় ১৯ জন ও সন্দ্বীপ উপজেলায় ১৭ জন বাঁশখালী উপজেলায় ১২ জন, আনোয়ারা উপজেলায় ৭ জন, লোহাগাড়া উপজেলায় ৫ জন, পটিয়া উপজেলায় ৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২১৭ জনে। 
 
এদিকে করোনা সেবা দানকারী নগরীর কোন হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। রোগী নিয়ে অসহায়ের মত ছুটছেন স্বজনরা। 
 
শুক্রবার সিভিল সার্জনের তথ্যে দেখা যায়, নগরীর সরকারি-বেসরকারি মিলে ১৩ হাসপাতালে চলছে করোনা রোগীর চিকিৎসা সেবা। সম্প্রতি বেসরকারি হাসপাতালগুলো সিট আর আইসিইউ সংখ্যাও বাড়িয়েছে। পার্কভিউ, ইন্টার ন্যাশনাল মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল তাদের শয্যা ও আইসিইউ সংখ্যা বাড়ায়। কিন্তু খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই রোগী ভর্তি হয়ে যায় এসব সিটে। 
 
নগরীর ১৩ হাসপাতালে ১ হাজার ১৯৮ সিটের বিপরীতে ১ হাজার ১১২ সিটেই রোগী ভর্তি। আর সর্বমোট আইসিইউ সংখ্যা ১১৬ টি। যার সবকটিতেই রোগী ভর্তি। শয্যা, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসা সরঞ্জাম কিংবা চিকিৎসক সবকিছুতেই চলছে ভয়াবহ সংকট। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১