বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের শাশুড়ি ছবরুন্নেসা বেগম (৮৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের ইমপিরিয়াল অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবরুন্নেসা বেগম মারা যান। তিনি চার ছেলে, চার মেয়েসহ বিভিন্ন আত্মীয়স্বজন রেখে গেছেন।
ছবরুন্নেসা বেগমের জানাজা গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। তাঁকে গরীবুল্লাহ শাহ মাজারে দাফন করা হয়।