হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকের করোনা ওয়ার্ডে চার ঘণ্টায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চার ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২৭ বছর বয়সী, অন্য দুজন ষাটোর্ধ্ব। তাঁরা করোনা পজিটিভ ছিলেন।

আজ রোববার সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চমেকের রেড জোনে তাঁরা মারা যান। 

মারা যাওয়া তিনজন হলেন-রাশেদা আক্তার (২৫), অজিত নারায়ন দাশ (৬৩) ও সালেহা বেগম (৬৫)। এরমধ্যে রাশেদা ২ জুলাই, অজিত ১ জুলাই ও সালেহা বেগম ২৭ জুন ভর্তি হন। 

চমেক ওয়ার্ড মাস্টার অফিসের দায়িত্বরত কর্মকর্তা মো. আশরাফ আজকের পত্রিকাকে জানান, রোববার সকাল সাড়ে ৬টায় রাশেদা,৮টা ৪৫ মিনিটে অজিত ও সাড়ে ১০টায় সালেহা বেগম মারা যান। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ছয়জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬৯ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণ শনাক্তের হার ৩৪ শতাংশ। আগের দিন ছিল ২৫ শতাংশ। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ৬০ হাজার ৩৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৬ হাজার ৯৬৭ এবং অন্যান্য উপজেলার ১৩ হাজার ৪০১ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭১৭ জন। এর মধ্যে নগরের ৪৮১ ও বিভিন্ন উপজেলার ২৩৬ জন। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১