হোম > সারা দেশ > কুমিল্লা

নেতার মনোনয়নের দাবিতে কুমিল্লায় ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি

জেলা পরিষদের নির্বাচনে কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

আজ শনিবার বেলা ১১টায় এই কর্মসূচি পালিত হয়। নগরীর কান্দিরপাড় থেকে রাজগঞ্জ সড়কসহ বিভিন্ন বিপণিবিতান, বাজার ও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা আতিক উল্লাহ খোকনকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন সংবলিত ব্যানার নিয়ে এই দাবি জানান। 

অবস্থান কর্মসূচিতে কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, সাত্তার খান ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুন বকুল, খন্দকার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, চৌরঙ্গী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীরুজ্জামান ভূইয়া, কুমিল্লা সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ইদু মিয়া, রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছালেক, বাদশা মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাসেত, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল আহম্মেদ, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রাহমানসহ ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতির নেতারা বক্তব্য দেন।

অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, কুমিল্লা সিটি নির্বাচন পরিচালনার প্রধানসহ বিভিন্ন নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করে নৌকার পক্ষের প্রার্থীদের জয়ে ভূমিকা রেখেছেন। একনিষ্ঠভাবে দীর্ঘকাল দলের জন্য কাজ করেছেন। তা ছাড়া দলের পাশাপাশি কুমিল্লা দোকান মালিক সমিতির অন্তর্ভুক্ত সব সমিতিকে সুসংগঠিত করেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে আতিক উল্লাহ খোকনের নৌকা প্রতীকের মনোনয়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ