হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিড়িয়াখানায় হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ

রাঙামাটি প্রতিনিধি 

আজ রোববার স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি মিনি চিড়িয়াখানায় আবাসিক স্কুল অ্যান্ড কলেজ করতে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে বলে জানায় কর্তৃপক্ষ।

আজ রোববার সকালে এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

জানা গেছে, ৩ কোটি টাকা ব্যয়ে এই আবাসিক প্রতিষ্ঠান হবে। এটি পরিচালনা করবে জেলা পরিষদ। এর আগে ২০০০ সালে রাঙামাটি শহরের রাঙাপানি সুখীনীলগঞ্জে নির্মাণ করা হয় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা। প্রাণীদের চিকিৎসায় দক্ষ জনবল না থাকায় শুরু থেকেই প্রাণীগুলো মারা যাচ্ছিল। সম্প্রতি জেলা পরিষদ প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা অত্যন্ত দরকার। এখানে স্বনামধন্য বিদ্যালয় নাই। এ বিদ্যালয় স্থাপনের মাধ্যমে সে সংকট দূর করা হবে।’

এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীরা আবাসিক সুবিধা গ্রহণ করে শিক্ষা অর্জনের সুযোগ পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙামাটি সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের সদস্যরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত