হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে সাবেক এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত আতাউল করিম শিবলু (৩৮) রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে ও ওই এলাকার সাবেক কমিশনার রেজাউল করিম ফোরকানের ছোট ভাই তিনি।

পুলিশ বলছে, রাতের কোনো এক সময় শিবলু আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী সন্তান ঢাকা অবস্থান করছেন এবং তিনি একা ঘরে ছিলেন। সকালে তাঁর স্ত্রী বেশ কয়েকবার ফোন দিয়ে স্বামীর কোনো সাড়া না পেয়ে নিহতের বড় ভাইকে জানায়। দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে দুই ভাই এক সঙ্গে ভাত খেয়েছি। পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। তবে সে (শিবলু) বেশ কয়েক বছর মানসিক সমস্যায় ভুগছিলেন, যার চিকিৎসাও চলছিল।’

রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই