হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে সাবেক এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত আতাউল করিম শিবলু (৩৮) রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে ও ওই এলাকার সাবেক কমিশনার রেজাউল করিম ফোরকানের ছোট ভাই তিনি।

পুলিশ বলছে, রাতের কোনো এক সময় শিবলু আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী সন্তান ঢাকা অবস্থান করছেন এবং তিনি একা ঘরে ছিলেন। সকালে তাঁর স্ত্রী বেশ কয়েকবার ফোন দিয়ে স্বামীর কোনো সাড়া না পেয়ে নিহতের বড় ভাইকে জানায়। দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে দুই ভাই এক সঙ্গে ভাত খেয়েছি। পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। তবে সে (শিবলু) বেশ কয়েক বছর মানসিক সমস্যায় ভুগছিলেন, যার চিকিৎসাও চলছিল।’

রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।’

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে