হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার না হলে থানা ঘেরাওয়ের হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গত ১৬ দিনে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানা বিএনপি নেতা-কর্মীদের নামে পাঁচটি গায়েবি মামলা দায়ের করেছে সরকারি দল। এসব মামলা সুষ্ঠু তদন্ত করে প্রত্যাহার না করলে প্রয়োজনে থানা ঘেরাওর মতো কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দক্ষিণ জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। 

আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচিতে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দাবি আদায়ে অনড় রয়েছে।’ 

আবু সুফিয়ান বলেন, ‘গত ১৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই ১৬ দিনে লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করে পাঁচটি মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রত্যেক থানায় রুজু করা মামলায় একই ধারাগুলো ব্যবহার করে শুধু স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ব্যতীত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করা হয়েছে।’ 

বিএনপির এ নেতা আরও বলেন, ‘চন্দনাইশ থানার মামলায় যাদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে পবিত্র হজ পালনের জন্য দেড় মাস সৌদি আরবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাইফুল করিম। তাঁরা দেশে আসেন গত ৩০ জুলাই। অথচ ২৮ জুলাই চন্দনাইশ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’ এভাবেই প্রতিটি মামলা সাজানো হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ।

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের আনোয়ারা: ২ কিমি খাল খননে কাটা হচ্ছে ২ হাজার গাছ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের