হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পেছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮)।

রোববার (২৫ মে ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত সড়কের হলুদিয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুণ্যসেন তনচংগ্যা বগাছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গাইন্দ্যা ইউনিয়নের ছিংখ্যংপাড়ার জ্ঞান তনচংগ্যার ছেলে।

আহত নন্দীয় তনচংগ্যা একই এলাকার মৃত নতুন মাস্টারের ছেলে। তাঁরা দুজনে সম্পর্কে শ্যালক-দুলাভাই।

স্থানীয়রা জানান, গতকাল স্কুল ছুটির পর পুণ্যসেন ও নন্দীয় তনচংগ্যা মোটরসাইকেলে করে সীমান্ত সড়কে ঘুরতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলচালক পুণ্যসেন তনচংগ্যা। আহত নন্দীয় তনচংগ্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রাজস্থলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার