হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফের চবি উপাচার্যের দায়িত্বে শিরীণ আখতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার নিয়মিত চাকরির বয়স পূর্তিতে অবসর নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর কর্মস্থল বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে বিকালে আবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন।

এদিকে উপাচার্যের অবসর গ্রহণকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস‌এম মনিরুল হাসান বলেন, ‘উপাচার্যের চাকরির বয়স শেষ হওয়ায় ২৯ এপ্রিল সকালে তিনি বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণ করেন। পরে তিনি বিকালে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘উপাচার্যের পদ খালি থাকতে পারে না। তাই উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মহীবুল আজিজ।’

এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য তাঁর মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তন করতে হবে। একই দিন অপরাহ্ণে উপাচার্য পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।

তাঁর অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয় আদেশে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম অফিস আদেশে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান ড. শিরীণ আখতার। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে ২০১৬ সালের ২৮ মার্চ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পান তিনি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো নারী উপ-উপাচার্য এবং উপাচার্য।

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু