হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাদায় আটকে পড়া হাতিটি বাঁচানো গেল না

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যে ঝিরির কাদায় আটকা পড়ে আহত হাতিটিকে ৫ মার্চ উদ্ধার করা হয়। ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যে ঝিরির কাদায় আটকা পড়ে আহত হাতিটি বাঁচানো গেল না। ৫ মার্চ কাদা থেকে উদ্ধারের পর দীর্ঘ ২৩ দিন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়ার পরও আজ শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য বলেন, ‘২৫ মার্চ থেকেই মুখে খাবার খাচ্ছিল না হাতিটি। আমরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক চালিয়ে যাচ্ছিলাম। কাদায় আটকা পড়ে আহত হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় খাবার ও পানি না পেয়ে আগে থেকে খুবই দুর্বল ছিল। উদ্ধারের পর সে উঠে দাঁড়াতে বা বসতে না পারলেও মোটামুটি খাবার খাচ্ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি।’

জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ৫ মার্চ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের নাপোড়া এলাকায় ঝিরির পাহাড়ে কাদায় আটকে পড়া বন্য হাতিটিকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী স্ত্রী হাতিটিকে ঝিরির পাশ থেকে উদ্ধার করার পরদিন থেকে দোহাজারি সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করা হয়। দীর্ঘ ২৩ দিন পরে আজ সকালে হাতিটি মারা যায়।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা