হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাদায় আটকে পড়া হাতিটি বাঁচানো গেল না

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যে ঝিরির কাদায় আটকা পড়ে আহত হাতিটিকে ৫ মার্চ উদ্ধার করা হয়। ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যে ঝিরির কাদায় আটকা পড়ে আহত হাতিটি বাঁচানো গেল না। ৫ মার্চ কাদা থেকে উদ্ধারের পর দীর্ঘ ২৩ দিন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়ার পরও আজ শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য বলেন, ‘২৫ মার্চ থেকেই মুখে খাবার খাচ্ছিল না হাতিটি। আমরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক চালিয়ে যাচ্ছিলাম। কাদায় আটকা পড়ে আহত হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় খাবার ও পানি না পেয়ে আগে থেকে খুবই দুর্বল ছিল। উদ্ধারের পর সে উঠে দাঁড়াতে বা বসতে না পারলেও মোটামুটি খাবার খাচ্ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি।’

জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ৫ মার্চ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের নাপোড়া এলাকায় ঝিরির পাহাড়ে কাদায় আটকে পড়া বন্য হাতিটিকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী স্ত্রী হাতিটিকে ঝিরির পাশ থেকে উদ্ধার করার পরদিন থেকে দোহাজারি সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করা হয়। দীর্ঘ ২৩ দিন পরে আজ সকালে হাতিটি মারা যায়।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা