হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা অপু পুলিশ হেফাজতে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মো. শরীফ মাহমুদ অপু। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুকে চট্টগ্রামে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখার পর সেখান থেকে তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে শেখ মুজিব সড়কের বনানী কমপ্লেক্সসংলগ্ন বাংলাদেশ বেতার ভবনে নিজ কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক পদে আছেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বেতার ভবনে অবরুদ্ধ করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে এই কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছি।’

শরীফ মাহমুদ অপু আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের দাবি, গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত চিঠিতে দেশে কারফিউ জারি হয়েছিল। তাঁকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে এ সময় এই কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়।

জানা যায়, শরীফ মাহমুদ অপু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের ছেলে। তাঁর বাবা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল