করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী মারা গেছেন। ওই ব্যক্তির নাম মো. সিরাজ উদ্দিন (৪২) এবং পদবি অফিস সহায়ক। মৃত সিরাজ কমলনগরের চর লরেঞ্চ ইউনিয়নের ফজলুল হক মাস্টার বাড়ির মৃত কালা মিয়ার পুত্র।
আজ (২৩ জুলাই) দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা জানান, মো. সিরাজ উদ্দিন এক মাস ধরে করোনা আক্রান্ত হয়ে স্থানীয় উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসা নিইয়েছেন। এতেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর মৃত্যু হয়।