হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে কুবির ৫ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক শ্রেণির ফলাফলের ওপর ভিত্তি করে ইউজিসির ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন পাঁচ অনুষদের পাঁচজন শিক্ষার্থী। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

গতকাল রোববার প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়া ১৭৮ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ তালিকাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। 

কুবির পাঁচ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সনিয়া আক্তার (৩.৯৭), কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর ই জাহান তাহিন (৩.৪৬), সমাজবিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাসলিমা আক্তার (৩.৮২), ইঞ্জিনিয়ারিং অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থী তাসপিয়া সালাম (৩.৮৮), ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিপা আক্তার (৩.৯৮)। 

কুবির পাঁচ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। সামনে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি আশাবাদী।’ 

উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত