হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাঝপথে বন্ধ একুশে আবৃত্তি অনুষ্ঠান

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করায় অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নগরের নন্দনকানন এলাকায় পুলিশ প্লাজার বিপরীতে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে একজন কবিতা আবৃত্তির সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করেছিল। পরে সেখানে কয়েকজন এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় বলে আমরা শুনেছি।’ ওখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না বলে জানান ওসি।

আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতা-কর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাঁকে হেনস্তা করা হয়।’

একপর্যায়ে তাঁকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘অনুষ্ঠান আমরা বন্ধ করিনি। জনতার রোষে তারাই অনুষ্ঠান বন্ধ করে পালিয়েছে। আমরা ক্ষুব্ধ জনগণের সঙ্গে ছিলাম। তারা অনুষ্ঠানের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। ওখানকার একজন সদস্য বলেছেন, তারাও জানতেন না, এমন কোনো কবিতা পাঠ করা হবে।’

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা