প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)
কাপ্তাইয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৪১৮ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি।
ডা. ওমর ফারুক রনি জানান, রাঙামাটি পিসিআর ল্যাবে মোট ৫৬টি নমুনার মধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া অ্যান্টিজেন টেস্টে ৬টি নমুনার মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২৮৯ জন। মারা গেছেন ৩ জন।
উল্লেখ্য, এর আগে ২৬ জুলাই এক দিনে সর্বোচ্চ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।