হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুদকের মামলায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের পরিচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) পরিচালক মঈন উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ আজ বুধবার এই আদেশ দেন। ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মঈন উদ্দিন আহমেদ ঢাকার লালমাটিয়া এলাকার মিনহাজ উদ্দিন আহমেদ এর ছেলে।

এই বিষয়ে দুদকের স্পেশাল পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ বলেন, এই মামলায় আসামি মঈন উদ্দিন আহমেদ পলাতক ছিলেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে থাকা তথ্য মতে, আসামি ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এর মধ্যে ২২ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পায় দুদক।

এসব অভিযোগে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা, দণ্ডবিধি ৪০৯ ও ১০৯ ধারা এবং দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের হয়। ২০২১ সালের ৯ মার্চ দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে আসামি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত এসব সম্পদ অর্জন ও আত্মসাৎ করেন বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ২০২৩ সালের ৯ মার্চ।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১