হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুদকের মামলায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের পরিচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) পরিচালক মঈন উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ আজ বুধবার এই আদেশ দেন। ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মঈন উদ্দিন আহমেদ ঢাকার লালমাটিয়া এলাকার মিনহাজ উদ্দিন আহমেদ এর ছেলে।

এই বিষয়ে দুদকের স্পেশাল পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ বলেন, এই মামলায় আসামি মঈন উদ্দিন আহমেদ পলাতক ছিলেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে থাকা তথ্য মতে, আসামি ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এর মধ্যে ২২ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পায় দুদক।

এসব অভিযোগে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা, দণ্ডবিধি ৪০৯ ও ১০৯ ধারা এবং দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের হয়। ২০২১ সালের ৯ মার্চ দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে আসামি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত এসব সম্পদ অর্জন ও আত্মসাৎ করেন বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ২০২৩ সালের ৯ মার্চ।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন