হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সানজিদ রেজা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম সানজিদ রেজা (১৮)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে ওই দিন সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সানজিদ রেজা পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিনখাইন এলাকার মো. সেলিম রেজার ছেলে। তিনি চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী সানজিদ রেজা বাসের চাকার নিচে পড়েন। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা খালি না থাকায় চিকিৎসকেরা তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন। পরে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সানজিদ রেজা মারা যান।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস সানজিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা