হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর ইপিজেডে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে আতাউর রহমান (১৯) নামে এক বাইক আরোহী তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৬ জুলাই) সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় থাকতেন তিনি।

ইপিজেড থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, সিএনজি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান আতাউর। পরে তাঁর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, আতাউর মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। তাঁর বন্ধু সাফায়েত মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়।

এদিকে এর আগে বিকেলে একই থানার নেভি গেট এলাকায় লরির ধাক্কায় ওসমান (৪৫) নামের একজন হকার আহত হয়েছেন বলে জানায় পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রামে নির্বাচনী লড়াই: রক্তাক্ত রাউজানে গিয়াসই প্রার্থী

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন