হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলার পর বিদেশে পলায়ন, তিন বছর পর দেশে ফিরেই গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পুলিশকে মারধরের মামলায় আসামি হওয়ার পর দীর্ঘদিন বিদেশে ছিলেন চট্টগ্রামের আনোয়ারার মো. দিদারুল হক রুবেল (২৯)। সম্প্রতি দেশে ফেরার খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ। 

ওসি বলেন, রুবেল বরুমছড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। ২০২১ সালে বরুমছড়া এলাকায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে মারধরের ঘটনা তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই থেকে তিনি বিদেশে ছিলেন, কিছুদিন আগে দেশে ফেরেন। 

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক মো. বাহার উদ্দিন বলেন, ২০২১ সালে বরুমছড়া এলাকায় থানা-পুলিশ সদস্য মোহাম্মদ মুসা একজন আসামি ধরতে যান। এ সময় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশকে মারধর করা হয়। পুলিশ সদস্য মুসা আহত হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সে মামলার আসামি রুবেল। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে আসার খবরে পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় বরুমছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

রুবেলকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক বাহার উদ্দিন।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী