হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলার পর বিদেশে পলায়ন, তিন বছর পর দেশে ফিরেই গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পুলিশকে মারধরের মামলায় আসামি হওয়ার পর দীর্ঘদিন বিদেশে ছিলেন চট্টগ্রামের আনোয়ারার মো. দিদারুল হক রুবেল (২৯)। সম্প্রতি দেশে ফেরার খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ। 

ওসি বলেন, রুবেল বরুমছড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। ২০২১ সালে বরুমছড়া এলাকায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে মারধরের ঘটনা তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই থেকে তিনি বিদেশে ছিলেন, কিছুদিন আগে দেশে ফেরেন। 

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক মো. বাহার উদ্দিন বলেন, ২০২১ সালে বরুমছড়া এলাকায় থানা-পুলিশ সদস্য মোহাম্মদ মুসা একজন আসামি ধরতে যান। এ সময় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশকে মারধর করা হয়। পুলিশ সদস্য মুসা আহত হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সে মামলার আসামি রুবেল। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে আসার খবরে পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় বরুমছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

রুবেলকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক বাহার উদ্দিন।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের