হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলার পর বিদেশে পলায়ন, তিন বছর পর দেশে ফিরেই গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পুলিশকে মারধরের মামলায় আসামি হওয়ার পর দীর্ঘদিন বিদেশে ছিলেন চট্টগ্রামের আনোয়ারার মো. দিদারুল হক রুবেল (২৯)। সম্প্রতি দেশে ফেরার খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ। 

ওসি বলেন, রুবেল বরুমছড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। ২০২১ সালে বরুমছড়া এলাকায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে মারধরের ঘটনা তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই থেকে তিনি বিদেশে ছিলেন, কিছুদিন আগে দেশে ফেরেন। 

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক মো. বাহার উদ্দিন বলেন, ২০২১ সালে বরুমছড়া এলাকায় থানা-পুলিশ সদস্য মোহাম্মদ মুসা একজন আসামি ধরতে যান। এ সময় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশকে মারধর করা হয়। পুলিশ সদস্য মুসা আহত হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সে মামলার আসামি রুবেল। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে আসার খবরে পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় বরুমছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

রুবেলকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক বাহার উদ্দিন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে