হোম > সারা দেশ > কুমিল্লা

সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লা সিটি মেয়রের কথিত পিএস বাবু আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনা-পরবর্তী সহিংসতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর কথিত ব্যক্তিগত সচিব (পিএস) মঈনুদ্দীন আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে রাঙামাটির সাজেক থেকে তাঁকে আটক করে কুমিল্লার কোতোয়ালি থানার পুলিশ। 

আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল হক। 

কুমিল্লা জেলা পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ভাঙচুরের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।একটি মামলার বাদী পুলিশ অন্যটির বাদী নানুয়াদিঘীর পাড় অস্থায়ী পূজা মণ্ডপের ব্যবস্থাপক তরুণ কান্তি মোদক।

এ ছাড়া কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজ দুপুর আড়াইটায় আদালতে তোলা হয়েছে।

কুমিল্লার নানুয়ার দীঘিপাড়ের পূজামণ্ডপে হামলা-ভাঙচুর শুরুর জন্য মঈনুদ্দীন আহমেদ বাবু নামের এক ব্যক্তিকে দায়ী করছেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা। এ নিয়ে ফেসবুকেও তাঁর বিরুদ্ধে নানা পোস্ট দেওয়া হয়। ঘটনার সময় তাঁকে উত্তর পাড়ে সক্রিয় থাকতে দেখা গেছে। সেখানে কখনো স্লোগান আবার কখনো বিক্ষোভকারীদের থামাতে দেখা যায় তাঁকে। 

অভিযোগ ওঠার পর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুও সাংবাদিকদের বলেন, বাবু তাঁর ব্যক্তিগত পিএস নন। তবে তিনি প্রায়ই সঙ্গে থাকতেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল