হোম > সারা দেশ > কুমিল্লা

সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লা সিটি মেয়রের কথিত পিএস বাবু আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনা-পরবর্তী সহিংসতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর কথিত ব্যক্তিগত সচিব (পিএস) মঈনুদ্দীন আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে রাঙামাটির সাজেক থেকে তাঁকে আটক করে কুমিল্লার কোতোয়ালি থানার পুলিশ। 

আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল হক। 

কুমিল্লা জেলা পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ভাঙচুরের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।একটি মামলার বাদী পুলিশ অন্যটির বাদী নানুয়াদিঘীর পাড় অস্থায়ী পূজা মণ্ডপের ব্যবস্থাপক তরুণ কান্তি মোদক।

এ ছাড়া কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজ দুপুর আড়াইটায় আদালতে তোলা হয়েছে।

কুমিল্লার নানুয়ার দীঘিপাড়ের পূজামণ্ডপে হামলা-ভাঙচুর শুরুর জন্য মঈনুদ্দীন আহমেদ বাবু নামের এক ব্যক্তিকে দায়ী করছেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা। এ নিয়ে ফেসবুকেও তাঁর বিরুদ্ধে নানা পোস্ট দেওয়া হয়। ঘটনার সময় তাঁকে উত্তর পাড়ে সক্রিয় থাকতে দেখা গেছে। সেখানে কখনো স্লোগান আবার কখনো বিক্ষোভকারীদের থামাতে দেখা যায় তাঁকে। 

অভিযোগ ওঠার পর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুও সাংবাদিকদের বলেন, বাবু তাঁর ব্যক্তিগত পিএস নন। তবে তিনি প্রায়ই সঙ্গে থাকতেন।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ