হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে দায়িত্বে থাকা ২২ আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

কুবি প্রতিনিধি

ক্যাম্প ত্যাগ করে ঢাকায় ‘বেআইনি সমাবেশ’ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ আনসারসহ কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারী আনসাররা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার পরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া এদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘আনসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার কাজ করে। সে কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের তদন্ত চলমান।’ 

এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, কুবিতে কর্মরত মোট ৪৯ জন আনসার সদস্যের মধ্যে ২২ জন সদস্য কোনো কারণ ছাড়াই গত রোববার বাইরে (রাজধানী) ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা