হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন নুসরাত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হলেও আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন নুসরাত জারিন ফিমা নামে এক শিক্ষার্থী। সোমবার (৭ জুলাই) সকালে বাবার মৃত্যুর পর চোখের জল মুছেই তিনি যান পরীক্ষাকেন্দ্রে।

নুসরাতের বাবা মো. নুরে জামান আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হাইতকান্দি উচ্চবিদ্যালয়ের সাবেক কেরানি ছিলেন।

নুসরাতের জ্যাঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, ‘আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করে। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যায় আমার চাচাতো বোন নুসরাত। সে আবুতোরাব ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ বেলা সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চবিদ্যালয় মাঠে চাচার জানাজা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘১০ দিন আগে নুরে জামানের বড় ভাই নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারালাম।’

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী