হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন নুসরাত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হলেও আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন নুসরাত জারিন ফিমা নামে এক শিক্ষার্থী। সোমবার (৭ জুলাই) সকালে বাবার মৃত্যুর পর চোখের জল মুছেই তিনি যান পরীক্ষাকেন্দ্রে।

নুসরাতের বাবা মো. নুরে জামান আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হাইতকান্দি উচ্চবিদ্যালয়ের সাবেক কেরানি ছিলেন।

নুসরাতের জ্যাঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, ‘আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করে। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যায় আমার চাচাতো বোন নুসরাত। সে আবুতোরাব ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ বেলা সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চবিদ্যালয় মাঠে চাচার জানাজা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘১০ দিন আগে নুরে জামানের বড় ভাই নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারালাম।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল