হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় রেলের গেটম্যান গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় রেলের গেটম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রামের মিরসরাই বামনসুন্দর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনীতে র‍্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার উত্তর সোনাপুর গ্রামের আনোয়ারুল আজিমের ছেলে। 

র‍্যাব-৭ জানায়, গত ৫ এপ্রিল সকালে ডিউটি রোস্টার অনুযায়ী ফেনী জেলার ফাজিলপুর-মুহুরীগঞ্জ সেকশনে রেলওয়ের ই-৩২ (এ) গেটে কর্তব্যরত ছিলেন মো. সাইফুল ইসলাম। আনুমানিক সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে গেটম্যান সাইফুল ইসলামের কর্তব্যে অবহেলাজনিত কারণে একটি বালুবাহী ট্রাক রেলগেট খোলা পেয়ে রেলক্রসিং পারাপারের চেষ্টা করে। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি ধাক্কা দিয়ে ট্রাকটিকে রেলক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার সামনে দুরে ফেলে দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনসহ মোট ৬ জন নিহত হন। 

এ দুর্ঘটনায় গত ৫ এপ্রিল রাতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে লাকসাম রেলওয়ে থানায় দুজনকে জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। 

র‍্যাব জানায়, র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বামনসুন্দর এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল গতকাল রোববার বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে আসামি মো. সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ফেনীতে র‍্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত গেটম্যান সাইফুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, ‘গেটম্যানদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। তার মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা করেছি। এ ছাড়া অভিযুক্ত দুজনের বিরুদ্ধে দাপ্তরিক তদন্ত চলছে। দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে