হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দুই তরুণকে ২৮ ঘণ্টা থানায় আটকে নির্যাতন, ৮ দিন পর ওসি প্রত্যাহার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে জমি নিয়ে বিরোধের ঘটনায় দুই তরুণকে ধরে ২৮ ঘণ্টা থানায় আটকে রেখে নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশের পর চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ওই দুই তরুণকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

ঘটনার আট দিন পর আজ রোববার তাঁকে প্রত্যাহার করা হয় বলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ভাইকে নির্যাতনের অভিযোগের সঙ্গে এ বদলির কোনো যোগসূত্র নেই। এটা নিয়মিত বদলির অংশ।’ 

ভুক্তভোগীরা হলেন মো. পারভেজ (২৪) এবং তাঁর চাচাতো ভাই এসএসসি পরীক্ষার্থী হৃদয় (২০)। এঁদের মধ্যে মো. পারভেজ উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী।

মো. পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে তার চাচা আবু জাফরের সঙ্গে প্রতিবেশী ইমাম উদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন বিকেলে আওয়ামী লীগ নেতা আবদুর রবের ইন্ধনে চরজব্বার থানার উপপরিদর্শক রফিক উদ্দিন আমাকে এবং চাচাতো ভাই এসএসসি পরীক্ষার্থী হৃদয়কে ধরে নিয়ে যায়। শুক্রবার সারা রাত থানার হাজতে আটকে রাখে। পরদিন শনিবার বেলা সোয়া ১টার দিকে থানার ওসি দেব প্রিয় দাশ তাঁর কক্ষে দুই ভাইকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। বিকেলের দিকে সাবেক ইউপি সদস্য রাসেল থানায় গিয়ে ২০ হাজার টাকা ও মুচলেকা দিয়ে আমাদের বের করে নিয়ে আসেন।’ 

পারভেজ আরও বলেন, ‘আমার শরীরে এখনো লাঠিপেটার দাগ আছে।’ তবে, অভিযোগ অস্বীকার করে চরজব্বার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পুরোপুরি মিথ্যা।’

চরজুবিলী ইউপির সাবেক মেম্বার রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিস বৈঠকে মীমাংসা করা হবে। এই সিদ্ধান্ত মোতাবেক থানা-হাজত থেকে স্থানীয় যুবলীগ নেতা বিপ্লব ও পারভেজের চাচা শাহাদাতের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল