হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পরীক্ষায় বসা হচ্ছে না ক্যানসার আক্রান্ত হুমায়ুনের

খাগড়াছড়ি (মানিকছড়ি) প্রতিনিধি 

ক্যানসার আক্রান্ত হুমায়ুন। ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. হুমায়ুন কবির ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন। কেমোথেরাপি ও ইনজেকশনের মাধ্যমে চলছে তার চিকিৎসা। এ কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না সে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

কলেজ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত রমজানের শুরুতে হঠাৎ ধরা পড়ে তার ব্লাড ক্যানসার। আর্থিক সংকটে প্রাথমিক চিকিৎসার পর থেমে যায় তার চিকিৎসা কার্যক্রম। বিষয়টি জানাজানি হলে উপজেলার মানবিক স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সাহায্য চেয়ে তাঁরা প্রায় পৌনে তিন লাখ টাকা সংগ্রহ করেন। এরপর হুমায়ুনকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

গত এক মাসে ছয় দফা কেমোথেরাপি নেওয়ার পর কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে হুমায়ুন। তবে এখনো চিকিৎসকদের কড়া নির্দেশে তাকে জনসমক্ষে যাওয়া বা স্বাভাবিক চলাচল থেকে বিরত থাকতে হচ্ছে।

গতকাল রোববার আজকের পত্রিকাকে হুমায়ুন কবির বলেন, ‘খুব ইচ্ছে ছিল পরীক্ষায় বসার। লেখাপড়া করে একজন মানবিক ও নৈতিক মানুষ হয়ে মা-বাবার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাকে থামিয়ে দিয়েছে। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষাকেন্দ্রে যেতেও পারিনি। সহপাঠীদের সঙ্গে দেখা করে দোয়া চাওয়ার ইচ্ছেটাও অপূর্ণ রইল। তবে আমার পাশে যাঁরা দাঁড়িয়েছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা