হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে গ্রাফিতি মোছা ও বাধা দেওয়ার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ, পাহাড় থেকে সামরিক শাসন প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখাসহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ বের করে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন। 

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্য দূর হলেও পাহাড় থেকে বৈষম্য দূর হয় না। এখানে যুগ যুগ ধরে সামরিক শাসন রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন করতে গিয়ে সেখানে সামরিক বাহিনী বাঙালি ছাত্র পরিষদের কর্মীদের বাধা দিয়েছে। বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে দিয়েছে। 

তাঁরা আরও বলেন, কল্পনা চাকমার ছবি অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন এলাকায় কল্পনা চাকমাসহ অধিকার সংবলিত গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। পানছড়ি মহালছড়িতে গ্রাফিতি অঙ্কন করতে দিচ্ছে না সামরিক বাহিনী। 

এখানে পাহাড় ও পাহাড়িদের নিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। পর্যটনের নামে ভূমি বেদখল, পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সমতলে গণতন্ত্র থাকলেও পাহাড়ে গণতন্ত্র নেই। জেলা পরিষদের নির্বাচন দেওয়া হচ্ছে না। অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আদিবাসীদের মেধা শূন্য করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে বাক্‌স্বাধীনতায় অবরুদ্ধ হয়ে আছে। মৌলিক ও রাজনৈতিক অধিকারের কথা বললে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। 

রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উসাই মং মারমা, ক্যাচিনু মারমা, সমাজকর্মী নবশীষ চাকমা, টিকো তালুকদার। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি শহরের দেয়ালে দেয়ালে লেখন ও গ্রাফিতি আঁকার সময় গত ১২ আগস্ট সামরিক বাহিনীর সদস্যরা অঙ্কন করা শিক্ষার্থীদের ওপর হামলা ও একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি